কম্পিউটার জীবন




১। প্রশ্ন- কম্পিউটার কি ? অথবা- কম্পিউটার বলতে বি বুঝায় ?

উত্তর- কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। ল্যাটিন শব্দ Computerare থেকে ইংরেজি কমিউটার Computer শব্দটির উ‍‌ৎপত্তি।কম্পিউটার শব্দটির আভিধাসনক অর্থ গণনা যন্ত্র বা হিসাবকারী যন্ত্র। কম্পিউটার যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদি গানিতিক কার্যাবলি এবং সাথে সাথে যুক্তি সিদ্ধান্তমুলক কার্যাবলি সম্পাদন করতে পারে।অর্থাৎ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে নিদের্শ মতো কম্পিউটার গানিতিক ও যৌক্তিক প্রণালী সমাধান করে এবং ফলাফল প্রদান করে।  


২। প্রশ্ন-কম্পিউটার কাজ কী ?

উত্তর- (ক) সমস্যা সমাধানের উদ্দেশ্য ব্যবহারকারী কর্তৃক তৈরিকৃত প্রোগ্রাম কম্পিউটার গ্রহন করে মেমরিতে সংরক্ষন করে এবং ব্যবহাকারীর নিদেশে কম্পিউটার প্রেগ্রাম নির্বাহ করে।
(খ) কীবোর্ড, মাউস, জয়স্টিক, ডিস্ক ইত্যাদির মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহন করে।
(গ) ডেটা প্রসেস করে।
(ঘ) মনিটর, প্রিন্টার, ডিস্ক ইত্যাদির মাধ্যমে কম্পিউটার ফলাফল প্রকাশ করে।   

No comments:

Post a Comment