Thursday 5 January 2017

আরো ১০ বিদ্যালয় জাতীয়করণ হলো



জাতীয়করণ করা হয়েছে চুয়াডাঙ্গা জেলার আরো ১০টি বেসরকারি প্রাইমারি স্কুল। জানা যায় জেলার বিভিন্ন উপজেলার ১০টি স্কুল  জাতীয়করণ এবং একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকদেরকেও আত্তীকরণ করা হয়েছে। এসব শিক্ষকদের ২০১৩ খ্রিস্টাব্দে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছিল।
জাতীয়করণের তালিকায় থাকা স্কুলগুলো হলো: আলমডাঙ্গার বড়বোয়ালিয়া বালিকা নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়, জীবননগরের উথলী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামুড়হুদার  কোষাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহাজপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঞ্চনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর উপজেলার যুগিরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জীবননগরের কুলতলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, পেয়ারাতলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও সদর উপজেলার যদুপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে আলমডাঙ্গার হাউসপুরে শিশুকল্যাণ বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা অধিদফতরের শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে শিশু কল্যাণ ট্র্যাস্টের ট্রাস্টিবোর্ডে ৬৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি গত ২ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে এসে পৌঁছিয়েছে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার দৈনিকশিক্ষাকে জানান, জেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ ও শিক্ষক-শিক্ষিকাদেরকে সরকারিকরণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট চার উপজেলার শিক্ষা কর্মকর্তাদের হিসাব খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সুপারিশের ভিত্তিতে হাউসপুর শিশুকল্যাণ বিদ্যালয়টি শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

No comments:

Post a Comment